নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:০৯,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
অবরোধের মধ্যে নির্ধারিত সময়েই এসএসসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে এক সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচিও চলছে একইসঙ্গে। শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে তাহলে পরীক্ষা হবে কি না- জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা অনুরোধ জানাচ্ছি, তারা দয়া করে আমাদের ছেলে-মেয়েদের পরীক্ষা নিশ্চিন্তে দেওয়ার ব্যবস্থা করে দিন।
এসএসসি পরীক্ষার সমস্ত প্রস্তুতি রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন ছাপানো থেকে শুরু করে যথাযথ ব্যবস্থা নিয়েছি। সম্ভাব্য যারা প্রশ্ন ফাঁস করতে পারেন তারা সবাই নজরদারিতে রয়েছে বলেও জানান মন্ত্রী।