নির্দেশ না দেয়া পর্যন্ত অবরোধ চলবে : রিজভী
প্রকাশিত হয়েছে : ১:২০:২১,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্দেশ না দেয়া পর্যন্ত ২০ দলের লাগাতার অবরোধ কর্মসূচি চলছে এবং চলবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।
বুধবার বিকেলে রাজধানীর গুলশানের একটি বাসায় গণমাধ্যম কর্মীদের একথা জানান রিজভী।
রিজভী আহমেদ বলেন, পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখান থেকে আমি রাজনৈতিক কৌশলে বেরিয়ে এসেছি।
তিনি দেশবাসীকে খালেদা জিয়ার পক্ষ থেকে অবরোধ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্বকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হিটলারের মত গ্যাস চেম্বারে ফেলে আওয়ামী লীগ সরকার হত্যার চেষ্টা করছে। খালেদা জিয়া এখনও অসুস্থ। তাকে হত্যার উদ্দেশ্যেই পুলিশ পিপার স্প্রে নিক্ষেপ করেছে।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতার বিএনপির সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।