নিজ ট্রাকের নিচেই প্রাণ গেল চালক-হেলপারের
প্রকাশিত হয়েছে : ৮:০০:২৬,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নিজ ট্রাকের চাপায় চালক নিলু আহামেদ (২৭) ও হেলপার মো. ফিরোজের (২৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে এ ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশ।
গজারিয়া হাইওয়ে পুলিশ সার্জেন মো. সাইফুর রহমান জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাক মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় বিকল হয়ে যায়। এ সময় চালক নিলু ও হেলপার ফিরোজ তা মেরামত করতে ট্রাকের নিচে যায়। হঠাৎ করে ট্রাকটি ঝুল খেয়ে নিচের দিকে চলতে শুরু করে। এ সময় তারা ট্রাকের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ট্রাকটি পুলিশ হেফাজতে গজারিয়া থানায় আনা হয়েছে।