নিজের মুখকে হাঁসের আকৃতি দিতে সাত বছর সাধনা!
প্রকাশিত হয়েছে : ১২:০০:৫১,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার এক যুবক নিজের চেহারাকে হাঁসের আকৃতি দিতে সাত বছর সাধনা করেছেন। নিজের এই ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে ২৬ বছর বয়সী ওই যুবক সাত বছর ধরে তার দেহের বিভিন্ন অংশকে প্রসারিত করার জণ্য যন্ত্রণাদায়ক বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন।
জিনিয়া বোলোটভ এখন তার নাক প্রায় সাড়ে ৯ ইঞ্চি প্রসারিত করতে পারেন। বিশ্বে তিনিই একমাত্র ব্যক্তি, যে কিনা তার নাকের মধ্য দিয়ে সবচাইতে বড় কোন বস্তু প্রবাহিত করাতে পারেন।
এ ব্যাপারে জিনিয়া বলেন, তার উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল হওয়ার আগে পর্যন্ত তিনি প্রচেষ্টা চালিয়ে যাবেন।
তিনি আরো বলেন, আমি প্লাটিপাসকে ভালোবাসি এমন কি প্লাটিপাস শব্দটি শুনতেও।
জিনিয়া বলেন, বাহিরগতভাবে দেখতে আমি প্লাটিপাসের মতো এবং এই প্রতিচ্ছবি আমার ভিতরের ইচ্ছাকেই নির্দেশ করে। আমি সারা জীবন এটিই চেয়েছিলাম।
তিনি বলেন, ছোট বেলায় আমি খুবই লাজুক প্রকৃতির ছেলে ছিলাম এবং আমার কাছে মনে হতো যে এ পৃথিবী আমার জন্য নয়, আমাকে আমার পৃথিবী আবিষ্কার করতে হবে। সেসময় আমার এক বন্ধু আমাকে বলেছিল- বড় ঠোঁটের অধিকারী লোকদের দেখে প্লাটিপাস মনে হয়। সুতরং আমি আমার নিজেকে পরিবর্তন করা শুরু করি।
উল্লেখ্য, জিনিয়া ১০ বছর বয়স থেকে তার শরীরের পরিবর্তন ঘটানোর জন্য বিভিন্ন কার্যক্রম করতে থাকে।