নিজের দেওয়া বাজেটের ভুল ধরলেন অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩:৫০:৫৩,অপরাহ্ন ০৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
নতুন অর্থবছরের বাজেটে চিনি আমদানির ওপর আমদানি শুল্ক আরোপের প্রস্তাব ভুল করে ছাপা হয়েছে বলে জানিয়ে নিজের বাজেটের ভুল নিজেই ধরিয়ে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার জাতীয় সংসদে এক নির্ধারিত বক্তব্য তিনি এ ভুল ধরেন।
ভুলের ব্যখ্যা করে অর্থমন্ত্রী বলেন, বাজেট বক্তৃতায় চিনির ওপর শুল্ক বাড়ানোর বিষয়ে কিছু না থাকলেও বক্তৃতার শেষে একটি সারণিতে প্রতি মেট্রিক টন অপরিশোধিত চিনির আমদানি শুল্ক দুই হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে চার হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করার কথা বলা হয়েছিল।
অর্থমন্ত্রী বলেন, চিনিতে চার হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করার কথা বলা হয়। এ শুল্ক আরোপ করা হয়নি। এটি ভুল করে ছাপা হয়েছে। এটি সংশোধন করলেই হবে। এটি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। চলতি অর্থবছরে যে অবস্থায় আছে সেটিই প্রযোজ্য হবে।
তিনি স্পিকরের উদ্দেশ্য করে বলেন, এটি সংশোধনের জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।এটা অর্থবিল ও বাজেট বক্তৃতাসহ সব জায়গা থেকে মুছে ফেলতে হবে।