নিজের কবর নিজেকেই খুঁড়তে হচ্ছে
প্রকাশিত হয়েছে : ১১:০২:৩৮,অপরাহ্ন ৩০ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
নিজের কবর নিজেকেই খুঁড়তে হচ্ছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শিরচ্ছেদের ঘটনা বিশ্ববিবেককে স্তম্ভিত করে দিয়েছে। তাদের নির্মমতার শিকার হয়েছে অনেকেই। এবার দেখা গেল গোষ্ঠীটির নৃশংসতার নতুন রূপ। যাকে হত্যা করা হবে, শিরচ্ছেদ করার আগে তাকে দিয়েই খনন করা হচ্ছে নিজের কবর। তারপর সেই কবরে তাকে সমাধিত করা হয়। আইএসের পক্ষ থেকে প্রচারিত নতুন এক ভিডিওতে এমন নৃশংসতা দেখা গেছে। খবর ডেইলি মেইলের।
ভিডিওতে দেখা যায়, কমলা রঙের পোশাক পরা এক বন্দিকে জোর করে কবর খনন করানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই বন্দিকে সিরিয়ার গুপ্তচর সন্দেহে হত্যা করা হয়েছে। কবর খননের পর অন্য বন্দিদের মতো তাকেও শিরচ্ছেদ করা হয়।
হত্যার আগে সেই বন্দিকে আরবি ভাষায় বলতে শোনা যায়। ওই ব্যক্তি বলেন, তার বাড়ি সিরিয়ার মধ্য অঞ্চলে এবং নিজেকে সিরিয়ার একজন গুপ্তচর হিসেবে বর্ণনা করেন। সবশেষে তিনি বলেন, আমি আবু হাসানকে হত্যা করেছি এবং আইএস এসে আমাকে ধরে ফেলে। ওই বন্দি নিজের নাম বলেন জিয়াদ আবদেল আল আবু তারেক।