নিখোঁজ কলেজছাত্র রিয়াদ ফিরল লাশ হয়ে
প্রকাশিত হয়েছে : ১১:০৯:৫৮,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
নগরীতে শ্বাসরোধ করে রিয়াদ রহমান সৌরভ (১৬) নামে এক ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আবুল কাশেম (২৫) নামে একজনকে আটক করেছে।
সৌরভ চট্টগ্রাম বন্দরের কর্মচারি মো.মোস্তফার ছেলে। পোর্ট কলোনি আবাসিক এলাকায় তারা থাকেন। বন্দর পাবলিক স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র রিয়াদ। বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে নামাজ পড়তে বের হয়ে আর বাসায় ফিরেননি রিয়াদ। তার বাবা সন্ধ্যায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
এরপর বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে আবুল কাশেমকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কাশেম স্বীকার করে, তারা চারজন মিলে রিয়াদকে শ্বাসরোধ করে খুন করে লাশ পতেঙ্গায় ফেলে এসেছে। এরপর পুলিশ গভীর রাত ৩টার দিকে পতেঙ্গার মুসলিমপাড়া সোসাইটি রোড থেকে রিয়াদের লাশ উদ্ধার করে।
ওসি বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে পূর্ব কোন শত্রুতা অথবা জায়গা সংক্রান্ত বিরোধে খুন হয়েছে বলে ধারণা করছি। কাশেম ভাড়াটে খুনি হিসেবে কাজ করেছে। বন্দর থানার পরিদর্শক (তদন্ত) রণজিৎ রায় বলেন, রিয়াদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।