নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্র নিহত
প্রকাশিত হয়েছে : ৯:০৫:৫০,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৪
প্রবাস ডেস্ক: বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্কের ব্রুকলিনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ছাত্র নিহত হয়েছেন। নিহত ওই ছাত্রের নাম মোহাম্মদ নাইম উদ্দিন (১৪)।
২০ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ৫টার দিকে স্কুল থেকে বাসায় যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল নাইম। ব্রুকলিনের ইস্ট সেভেন্থ এভিনিউ ও কটন এভিনিউ এলাকায় একটি মিনি ভ্যান চাপা পড়ে গুরুতর আহত হয় সে। তবে ভ্যানটি তাকে আঘাত করেই দ্রুত চলে যায়।
ঘটনার পরপরই তাকে স্থানীয় মাইমনডিস হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং রাত ১০টার দিকে সে মারা যায়। তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
নাইম উদ্দিনকে চাপা দেয়া মিনি ভ্যানচালক ল্যান লরেন্ড (৭৮) নামের এক ব্রুকলিনবাসীর বিরুদ্ধে অভিযোগ এনেছে পুলিশ।
বাবা মইন উদ্দিনসহ কলেজে পড়ুয়া এক বড় বোন ও এক ছোট ভাইয়ের (৪) সাথে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় বসবাস করতো নাইম।