নিউইয়র্ক সিটি মেয়রের ঐতিহাসিক ঘোষণা : পাবলিক স্কুলে ২ ঈদে ছুটি
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৩৯,অপরাহ্ন ০৫ মার্চ ২০১৫
নিউইয়র্ক থেকে এনা:: অবশেষে নিউইয়র্ক সিটিতে বসবাসরত মুসলিম কমিউনিটির দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হলো। আর এই স্বপ্ন পূরণ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র বিল ব্লাজিও। তিনি গত ৪ মার্চ দুপুরে নিউইয়র্ক সিটির মেয়র বিল ব্লাজিও এবং পাবলিক স্কুলের চ্যান্সেলর কারম্যান ফারিনা ব্রুকলীনের বে-রিজের পিএস/আইএস থার্টি স্কুলে নিউইয়র্ক সিটির সকল পাবলিক স্কুল ঈদ-উল ফিতর এবং ঈদ-উল আজহার দিন ছুটি ঘোষণা করেন। এই দুই ঈদে মুসলিম ছেলেমেয়েদের আর স্কুলে যেতে হবে না। তারা তাদের পবিত্র ঈদ পালন করতে পারবে। তবে এই ঘোষণা আগামী শিক্ষা বর্ষ (২০১৫-১৬) থেকে কার্যকর হবে।
নিউইয়র্ক সিটির মেয়র বিল ব্লাজিও ঐতিহাসিক ঘোষণা শেষে বলেন, নিউইয়র্কে বসবাসরত মুসলিম কম্যুনিটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই ঘোষণা দিয়েছি। তিনি আরো বলেন, ঈদে ছুটি ঘোষণার ফলে নিউইয়র্কের হান্ড্রেস অব থাউজেন্টস মুসলিম পরিবারকে আর ঈদের দিনে তাদের ছেলেমেয়েকে স্কুলে পাঠানো নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়তে হবে না এবং সমস্যায় পড়তে হবে না। তারা এখন আনন্দের সাথে তাদের পবিত্র ঈদ উদযাপন করতে পারবে।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে মুসলিম ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় ১২%। অন্যদিকে ঈদের দিনে গত বছর ৩৬% ছাত্রছাত্রী স্কুলে অনুপস্থিত ছিলো।
দুই ঈদে স্কুল ছুটির ঘোষণায় নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির আনন্দের বন্যা বইছে। দীর্ঘ দিন থেকেই নিউইয়র্কের বিভিন্ন সংগঠন এবং মসজিদ কমিটির পক্ষ থেকে দুই ঈদে ছুটির জন্য লবিং করে আসছিলেন। তাদের দুটো দাবির মধ্যে একটি পূরণ করলেন মেয়র বিল ব্লাজিও। আরেক স্বপ্ন হচ্ছে পাবলিক স্কুলগুলোতে মুসলিম ছাত্রছাত্রীদের জন্য হালাল খাবার সরবরাহ। যদিও মেয়র বিল ব্লাজিও নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি মেয়র নির্বাচিত হলে পাবলিক স্কুলে দুই ঈদে ছুটি ঘোষণা এবং হালাল খাবার সরবরাহের জন্য করবেন। তিনি তার একটি প্রতিশ্রুতি পূরণ করেছেন।