নায়িকা খুঁজে পাচ্ছেন না শাকিব খান
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৫৫,অপরাহ্ন ০৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: গত বছরের আগস্ট মাসের দিকে শাকিব খান ঘোষণা দেন যে তিনি তার প্রযোজিত দুই ছবিতে নতুন নায়িকা উপহার দিবেন। কিন্তু এখনো নাকি মনের মতো নায়িকা খুঁজে পাননি শাকিব।
এদিকে ছবির নাম ও পরিচালকের নামও ঘোষণা করেছেন এই ঢালিউড কিং। একটির নাম ‘লাগাম’। এটি পরিচালনা করবেন শমামীম আহমেদ রনি। অপর ছবির নাম ‘প্রেমবাজ’। এটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। দুটি ছবিতেই নায়িকা হিসেবে অপু বিশ্বাস থাকবেন। সঙ্গে আরও দুজন নায়িকা উপহার দিবেন তিনি।
এখন দেখা যাক শাকিব খানের নতুন চমক হিসেবে কাদের উপস্থাপন করেন।