নায়িকাকে কুপ্রস্তাব প্রযোজকের গালে জুতা থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:৫৪,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক ::শুটিংয়ের সময় কুপ্রস্তাব দেয়ায় প্রযোজকের গালে জুতা মেরেছেন এক নায়িকা। নবাগত এই নায়িকার নাম রোমানা ইসলাম নীড়। এই প্রযোজকের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও অশালীন ছবি বানিয়ে পোস্টার তৈরি করে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ এনে থানায় জিডি করেছেন এই নায়িকা।
এই প্রযোজকের নাম আব্দুল আওয়াল। রোমানা ইসলাম নীড় এই প্রযোজকেরই ‘উতলা মন’ নামের চলচ্চিত্রে কাজ করছিলেন। ৩১ ডিসেম্বর রমনা থানায় তিনি এ জিডি করেন।একই অভিযোগে খুব শিগগিরই মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ।
নীড় বলছেন, সিনেমার শুটিং চলাকালে প্রযোজক একাধিকবার আমার প্রতি অশালীন ইঙ্গিত করেছেন। সর্বশেষ তিনি এফডিসিতে শুটিং চলাকালে আমাকে সরাসরিই কুপ্রস্তাব দেন, যা আমার কাছে ভীষণ অপমানজনক মনে হয়েছে। নিজেকে নিয়ন্ত্রন করতে না পেরে আমি প্রযোজকের গালে জুতা মেরে বসি।
নীড় দাবি করছেন, সেদিনের সেই ঘটনার পর নীড় প্রযোজকের কাকরাইলের অফিসে গিয়ে দেখতে পান, তার ‘অজান্তেই’ সিনেমার একটি পোস্টারে অন্য একটি মেয়ের ‘অশালীন’ ছবিতে নীড়ের মুখের ছবি ‘জুড়ে’ দেওয়া হয়েছে, যা এই চিত্রনায়িকার কাছে ‘মানহানিকর’ মনে হচ্ছে। প্রযোজক ‘ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন’ বলেও অভিযোগ করেন এই নায়িকা।
আনোয়ার সিরাজী পরিচালিত ‘উতলা মন’ চলচ্চিত্রে নিজেকে ‘প্রধান নায়িকা’ হিসেবে দাবি করে নীড় বলছেন, আমার সঙ্গে চুক্তি হয়েছে আমিই থাকছি প্রধান নায়িকা। কিন্তু সিনেমার সেটে গিয়ে দেখতে পাই মনিকা নামের আরেক নায়িকাকেই প্রাধাণ্য দিচ্ছেন প্রযোজক। পরিচালক আপত্তি জানালে, প্রযোজক বলছেন মনিকাকে প্রাধান্য না দেওয়া হলে তিনি সিনেমা বন্ধ করে দেবেন।
নীড়ের অভিযোগ ‘অস্বীকার’ করে প্রযোজক আব্দুল আওয়াল বলেন, নীড় আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে সব মিথ্যা। আমি নীড়কে কখনো কোনো অনৈতিক প্রস্তাব দিই নি। উল্টো নীড় সিনেমার সেটে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে।