নাসির নগরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন
প্রকাশিত হয়েছে : ১২:০২:০৪,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে বিশ্ব নবী হজরত মোহাম্মদ মোস্তফা (সাঃ)এর ওফাৎ ও জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার বিভিন্ন গ্রামের ধর্ম প্রাণ মুসলমান ও আলেম ওলামায়ের সমন্ময়ে প্রায় ৫ হাজার লোকের এক বিরাট র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নাসির নগর সদর ঈদগাহ ময়দানে আলোচনা সভায় মিলিত হয় ।উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান গিলমানের পরিচালনায়।আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি কাজী মোঃ আলাউদ্দিন আল কাদরী।
সাধারণ সম্পাদক মাওঃ সৈয়দ আশরাফুল আবদার মোকাল্লিদ ।নাসির নগর উপজেলা গাউছিয়া সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওঃ কাউছার আহমেদ, দাতমন্ডল এরফানিয়া দাখিল মাদ্রাসার সুপারেন্টেন মাওঃ মোঃ ইলিয়াছ, হজরত মাওঃ সিরাজল ইসলাম কণা মিয়া, ইসলামী ফ্রন্টের জেলা সভাপতি কাজী এডঃ মোঃ ইসলাম উদ্দিন (দুলাল)সহ এলাকার বহু ওলামায়ে কেরাম।উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নাসির নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ শেখ মোঃ রাফি উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় ঈদে মিলাদুন্নবী পালনকারী বাজার কমিটি ব্যবসায়ীদের উদ্যোগে থানার সামনে চাউল বাজারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।