নাশকতা মামলায় রিজভীর জামিন
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:৪১,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে নাশকতার দুই মামলায় ৪ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
নাশকতা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে চলতি বছরের ২৬ জানুয়ারি বাড্ডা ও ২৪ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় দুইটি মামলা দায়ের করে।
গত মাসে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় বিএনপির এই যুগ্ম মহাসচিব জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। চলতি বছরের ৪ মার্চ রিজভীকে মিরপুর থানায় দুই দিনের রিমান্ড দেন আদালত। ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার মামলায় ৫ দিনের রিমান্ড ও ৪ ফেব্রুয়ারি যাত্রাবাড়ীর থানার অপর মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিজভীকে ৩০ জানুয়ারি রাত ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে আটক করা হয়।