নার্সিং ইনিস্টিটিউটের ছাত্রীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:৫৪:৫৯,অপরাহ্ন ০৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
বরিশালের আগৈলঝাড়ায় এক নার্সিং-এর এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানার এসআই আক্কাস আলী জানান, উপজেলার আস্কর গ্রামের মৃত চিত্তরঞ্জন হালদারের মেয়ে ঢাকা নার্সিং ইনিস্টিটিউটের ৩য়বর্ষের ছাত্রী গৌরী হালদার গতকাল মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নং-৫ (০৩-০৩-২০১৫)। পরে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। গৌরীর পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, কয়েকদিন আগে হোস্টেলে অন্যান্য শিক্ষার্থীদের সাথে তামাশার ছলে এক সহপাঠির স্কেলের আঘাতে মাথা কেটে যায়।
এঘটনায় কর্তৃপক্ষ তার অভিভাবকদের খবর দিয়ে গত ১ মার্চ তাকে বাড়ি পাঠিয়ে দেয়। ওই ঘটনায় গৌরী মানসিকভাবে ভেঙে পরে। আর এ কারণেই সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।