নারীর নিরাপত্তার জন্য বিজ্ঞাপন
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:৪৪,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক ::
আন্তর্জাতিক এনজিও অ্যাকশন এইডের ‘সেফ সিটি ফর উইমেন’ ক্যাম্পেইনের জন্য তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছে মোশন ভাস্কর। গত ২৮ অক্টোবর ধানমণ্ডির রবীন্দ্র-সরোবর মুক্তমঞ্চে ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়।
মোশন ভাস্কর সূত্রে জানা যায়, বিজ্ঞাপনগুলো যথাক্রমে – চয়েক্স, সেলফি এবং কাওরেজ । পরিচালনায় ছিলেন ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন হাসনাত রিপন, অন্তরা সরকার অর্থী, অর্ণব হাসনাত, জাহিদ প্রীতম, ফজলুল হক, সৌরভ, কানিজ ফাতেমা জ্যোতি প্রমুখ।
বিজ্ঞাপনগুলো ইতোমধ্যে দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হচ্ছে।