নারীবান্ধব হচ্ছে আইফোন ৬!
প্রকাশিত হয়েছে : ১২:৩৭:৩৯,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
তথ্য প্রযুক্তি ডেস্ক:: নারীদের জন্য ব্যবহার উপযোগী করে ৪ ইঞ্চি পর্দার আইফোন ৬ আনছে অ্যাপল। আগামী বছরের মাঝামাঝিতে এটি বাজারে ছাড়া হবে।
চীনের ফেঙ.কম’র বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গত ৯ সেপ্টেম্বর ৪.৭ ও ৫.৫ ইঞ্চি পর্দার আইফোন ৬ ও ৬ প্লাস বাজারে ছাড়ে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এত বড় আকারের ফোন নারীদের ব্যবহারোপযোগী কি-না তা নিয়ে সে সময়ই প্রশ্ন ওঠে। বলা হয়, যাদের আঙুল অপেক্ষাকৃত ছোট তারা এ সমস্যার মুখোমুখি হবেন, বিশেষ করে নারীরা।
ফেঙ.কম জানায়, নতুন ডিজাইন হবে ‘ফিমেইল ফ্রেন্ডলি’। এটি এক হাতে অপারেট করা যাবে।
এক লেখায় সমাজবাদী জাইনেপ তুফিচি লেখেন, ‘পুরুষরা এর ডিজাইন করায় এ সমস্যা তৈরি হচ্ছে’। গবেষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, একজন প্রাপ্তবয়ষ্ক পুরুষের হাত প্রাপ্তবয়ষ্ক নারীর চেয়ে দুই সেন্টিমিটার লম্বা।হাতে নিয়ন্ত্রিত একটি ডিভাইস চালানোর জন্য এটি মোটেও ‘হালকা’ বিষয় নয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি লেখেন, আইফোনের সবশেষ ভার্সন (৬ ও ৬ প্লাস) ব্যবহারের ইচ্ছা রয়েছে। কিন্তু তা এক হাতে ব্যবহার সম্ভব হবে না। এর লম্বাকৃতির কারণে এক হাতে ছবি তোলাও প্রায় অসম্ভব। এছাড়া ওপর থেকে নিচের দিকে স্ক্রল করাও কষ্টসাধ্য হবে।
জাইনেপ তুফিচি আরও লেখেন, আইফোন-৫এস’র মাধ্যমে আমি এক হাতে সবকিছু করতে পারতাম। আইফোন-৬’র নতুন এ আকার আমাকে কী এর ব্যবহার থেকে বঞ্চিত করছে না?তথ্য প্রযুক্তি ডেস্ক:: নারীদের জন্য ব্যবহার উপযোগী করে ৪ ইঞ্চি পর্দার আইফোন ৬ আনছে অ্যাপল। আগামী বছরের মাঝামাঝিতে এটি বাজারে ছাড়া হবে।
চীনের ফেঙ.কম’র বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
গত ৯ সেপ্টেম্বর ৪.৭ ও ৫.৫ ইঞ্চি পর্দার আইফোন ৬ ও ৬ প্লাস বাজারে ছাড়ে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এত বড় আকারের ফোন নারীদের ব্যবহারোপযোগী কি-না তা নিয়ে সে সময়ই প্রশ্ন ওঠে। বলা হয়, যাদের আঙুল অপেক্ষাকৃত ছোট তারা এ সমস্যার মুখোমুখি হবেন, বিশেষ করে নারীরা।
ফেঙ.কম জানায়, নতুন ডিজাইন হবে ‘ফিমেইল ফ্রেন্ডলি’। এটি এক হাতে অপারেট করা যাবে।
এক লেখায় সমাজবাদী জাইনেপ তুফিচি লেখেন, ‘পুরুষরা এর ডিজাইন করায় এ সমস্যা তৈরি হচ্ছে’। গবেষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, একজন প্রাপ্তবয়ষ্ক পুরুষের হাত প্রাপ্তবয়ষ্ক নারীর চেয়ে দুই সেন্টিমিটার লম্বা।হাতে নিয়ন্ত্রিত একটি ডিভাইস চালানোর জন্য এটি মোটেও ‘হালকা’ বিষয় নয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি লেখেন, আইফোনের সবশেষ ভার্সন (৬ ও ৬ প্লাস) ব্যবহারের ইচ্ছা রয়েছে। কিন্তু তা এক হাতে ব্যবহার সম্ভব হবে না। এর লম্বাকৃতির কারণে এক হাতে ছবি তোলাও প্রায় অসম্ভব। এছাড়া ওপর থেকে নিচের দিকে স্ক্রল করাও কষ্টসাধ্য হবে।
জাইনেপ তুফিচি আরও লেখেন, আইফোন-৫এস’র মাধ্যমে আমি এক হাতে সবকিছু করতে পারতাম। আইফোন-৬’র নতুন এ আকার আমাকে কী এর ব্যবহার থেকে বঞ্চিত করছে না?