নারায়ণগঞ্জে ট্রলার ডুবিতে প্রাণহানি ৮
প্রকাশিত হয়েছে : ১:১২:২৮,অপরাহ্ন ০২ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার আলীগঞ্জের খেয়াঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নারীসহ এ পর্যন্ত আটজনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজধানীর মিরপুরের নূর উদ্দিনের ছেলে জাকির হোসেন (৩০), লালবাগের ওয়াহাব মাতব্বরের ছেলে রুবেল মাতব্বর (২০), একই এলাকার মো. সমির (৪০), সাগর (১১), হাফেজ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪), কাজল মিয়া (২৮), স্বপন (২২) এবং করমজান বিবি (৬৫)।
এদের মধ্যে রুবেল মাতব্বর এবং জাকির ঘটনাস্থলেই মারা যান। পরে বিকেলে নদী থেকে আরও পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ট্রলারের আরেক যাত্রী সামির মারা যান। নারায়ণগঞ্জের জেলা প্রশাসাক আনিসুর রহমান মিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রলার ডুবির ঘটনাস্থল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে পড়েছে। নদীর এপার নারায়ণগঞ্জ আর ওপার ঢাকায়। এছাড়া নিহতদের সবার বাড়িও ঢাকাতে। তাই ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ নিতে চাইলে স্বজনদের ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে। এদিকে ট্রলারের যাত্রী মো. রিপন জানান, দু’দিন আগে ট্রলারটি ভাড়া করে কুমিল্লার একটি মাজারে যান তারা। পরে কুমিল্লার ওই মাজার থেকে যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার সদরঘাটের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি।
‘নারায়ণগঞ্জের পাগলার আলীগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলার আমাদের ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়,’ বলেন তিনি। ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আল মামুন জানান, ৭০-৮০ জন যাত্রী নিয়ে সদরঘাটের দিকে যাচ্ছিল ট্রলারটি।