নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
প্রকাশিত হয়েছে : ৮:১৫:২০,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: নাটোরের আহম্মেদপুর এলাকায় চালককে হত্যা করে তার ইঞ্জিনচালিত ভ্যানটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কদমসাতুরীয়া মাঠের মধ্যে ধান ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আজগর আলী (৫০) উপজেলার হয়বতপুর এলাকার জনাব আলীর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম খান জানান, সকালে ধানক্ষেতে কাজ করতে গিয়ে হাত-পা বাঁধা একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পরে স্থানীয়রা ভ্যানচালক আজগরের লাশটি শনাক্ত করে। পুলিশ আজগর আলীর লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করেছে।