নাটোরে আ’লীগ-বিএনপি সংঘর্ষ : গুলিতে নিহত ২
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:০৭,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নাটোরের তেবাড়িয়ায় মিছিলের প্রস্তুতি নেয়ার সময় গুলিতে দুজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বেলা ১১টায় এ রিপোর্ট লেখার সময় সংঘর্ষ চলছিল। বিএনপির দাবি, নিহত রাকিব ও রানা নামের নিহত ওই দুই যুবক ছাত্রদলকর্মী ছিলেন।
স্থানীয়রা জানান, ৫ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের জন্য বিএনপি কর্মীরা সকালে তেবাড়িয়া মোড়ে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একদল যুবক মোটারসাইকেলে করে এসে গুলি করে চলে যায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, নিহত দুজনই বিএনপির কর্মী। আওয়ামী লীগের কর্মীরা তাদের গুলি করে হত্যা করেছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নাটোর শহরের তেবাড়িয়া মোড়ের কাছে ওই দুই যুবক গুলিবিদ্ধ হয়।