নাটক আর স্বপ্ন দেখতে চাই না, চাই ছিটমহল চুক্তি
প্রকাশিত হয়েছে : ৫:২৪:০০,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: ছিটমহল বিনিময় চুক্তি নিয়ে আমরা কোনো নাটক আর স্বপ্ন দেখতে চাই না, চাই চুক্তির বাস্তবায়ন আর ৬৭ বছরের বন্দিদশা থেকে মুক্তি। ছিটমহল বিনিময় চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবি নিয়ে জনসংযোগে ছিটমহলবাসীর সাথে মকবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সাধারণ সম্পাদক দীপ্তিমান সেন গুপ্ত।
গতকাল শুক্রবার দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার ভারতীয় ছিটমহল তালুক বড়খানকি খারিজায় মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ছিটমহলের প্রধান যদুনাথ চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কলকাতার কবি ও সাহিত্যিক অমল মিত্র, পঞ্চগড়- নীলফামারী ইউনিটের সভাপতি মফিজার রহমান, কার্যকরী সদস্য মোখলেছার রহমান, কাজলদীঘি ছিটমহলের সভাপতি সিরাজুল হক, কোট ভাজনী ছিটমহলের চেয়ারম্যান আলতাফুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, ১৯৫৮ সালের জহরলাল নেহেরু ও ফিরোজ খান, ১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব এবং ১৯৮২ সালে এরশাদ-ইন্দিরা সমঝোতা চুক্তি হয়। আমাদের দাবি চুক্তি করেছে সরকার অতএব বাস্তবায়নের দায়িত্ব তাদের।