নাচ শিখতে ভারত যাচ্ছেন মাহি
প্রকাশিত হয়েছে : ৬:৩৭:৪৩,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার নাচ শিখতে ভারতের মুম্বাইয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে মাহি বললেন, আগামী ২১ জানুয়ারি মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেব।
সেখানে শ্যামক দাভারের নাচের একাডেমিতে এক মাসের একটি কোর্স করব। এখনকার দর্শকরা অনেক চুজি। মূলত দর্শকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আশা করছি সেখান থেকে নাচের নতুন কিছু জিনিস তালিম নিতে পারবো। যা আমার পরর্বর্তী ছবির কাজের ক্ষেত্রে সহায় হবে। এদিকে গেল শুক্রবার মাহি অভিনীত রোমিও বনাম জুলিয়েট ছবিটি মুক্তি পেয়েছে। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবিটি দুই দেশের প্রায় ২৮৭ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।