নাঙ্গলকোটে পাঁচশ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৮:২১:৫৮,অপরাহ্ন ২০ মার্চ ২০২৪
কুমিল্লার নাঙ্গলকোটে পাঁচশ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন “মানবিক বক্সগঞ্জ” নামের একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন।
মো. আবদুল্লা আল আমীন
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে “মানবিক বক্সগঞ্জ” সংগঠনের সেচ্ছাসেবীরা পাঁচ শতাধিক অসহায় ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শুরু করে। এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে বক্সগঞ্জ ইউপির সমস্ত এলাকায় পৌঁছে দেওয়া হয়।
সেচ্ছাসেবীরা জানান, গত পাঁচ বছরে প্রায় ৪১ লক্ষাধিক টাকার ইফতার সামগ্রী, চিকিৎসা খরচসহ বিভিন্ন প্রয়োজনে অসহায় ও সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করে আসছে। প্রতিবছরের রমজানের ন্যায় এবছর ৭ লক্ষ ১২ হাজার টাকার ইফতার সামগ্রী বিতরণ করেন।
তারা আরো জানান, বক্সগঞ্জ ইউপির বিভিন্ন গ্রামের প্রবাসী ও বিশিষ্ট ব্যাক্তিসহ শিক্ষার্থীদের অর্থায়নে এই সংগঠন পরিচালিত হয়ে আসছে। এবং এই ধারা অব্যাহত থাকবে সব সময়। বিশেষ করে এবার রমজানের ইফতার সামগ্রী বিতরণে বড় অবদান রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ ভূইয়া। এছাড়াও মানবিক বক্সগঞ্জের প্রধান পৃষ্টপোষক হিসাবে উপস্থিত ছিলেন শামীম, কাইয়ুম, মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম।