না’গঞ্জ জনসভা জনসমুদ্র, অপেক্ষা খালেদা জিয়ার
প্রকাশিত হয়েছে : ৯:৩১:৫২,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে ২০ দলীয় জোটের দেশব্যাপী ধারাবাহিক সফরের অংশ হিসেবে নারায়ণগঞ্জের কাচঁপুর জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। তবে জনসভা মঞ্চে এখন উপস্থিত হননি বেগম জিয়া।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জে কাচঁপুর বালুর মাঠে ২০ দল আয়োজিত বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত প্রতিরোধ, গুম খুন গুপ্তহত্যা বন্ধ ও নিরদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিশাল সমাবেশের আয়োজন করে।
কাচঁপুর মাঠ ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শুধু মাঠ নয় পুরো শহর যেন জনসভায় রুপান্তরিত হয়েছে।
এদিকে বেলা ১২ টা ৪০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়েছে। বক্তব্য রাখছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মঞ্চে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় ও জোট নেতারা।
এদিকে খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ও আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা বিপুল সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দেশব্যাপি ধারাবাহিক জনসম্পৃক্ত কর্মসূচির অংশ হিসেবের আগে কুমিল্লা, কিশোরগঞ্জ, নীলফামারী, নাটোর, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ ছাড়াও বেশ কয়েকটি জেলায় জনসভা করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত আছেন এলডিপি সভাপতি অলি আহমেদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াতের ইসলামীর কর্মপরিষদের সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, রেদওয়ান উল্লাহ সাহিদী, মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলান মুহাম্মদ ইসহাক, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ফজলে রাব্বি চৌধুরী, কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর বিক্রম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।