নাইজেরিয়ান গোলরক্ষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১:৪০:৩৪,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
মরণঘাতী ক্যান্সারে মাত্র ৪৮ বছর বয়সে কেড়ে নিল সাবেক নাইজেরিয়ান গোলরক্ষক উইলফ্রেড আগবোনাভবেয়ারের জীবন। গতকাল সকালে স্পেনের এক হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আগবোনাভবেয়ার পেশাদারী ফুটবলে ১৯৯০ থেকে ১৯৯৬ পর্যন্ত স্প্যানিস ক্লাব রায়ো ভায়োকানোর হয়ে ১৭৭ ম্যাচ খেলেছিলেন। আর জাতীয় দল নাইজেরিয়ার হয়ে ১৫ ম্যাচ খেলা এ গোলরক্ষক ১৯৯৪ সালে সুপার ঈগলদের হয়ে আফ্রিকান ন্যাশান কাপও জিতেন।
এ গোলরক্ষকের সময় নাইজেরিয়া প্রথমবারের মত বিশ্বকাপের সুযোগ পায় (৯৪ ইউএসএ বিশ্বকাপে)। সে আসরে দলটি দ্বিতীয় পর্বে ওঠারও যোগ্যতা অর্জন করেছিল।
এদিকে আগবোনাভবেয়ার মৃত্যুতে রায়ো ভায়োকানো তাদের অফিসিয়াল ওয়েব সাইটে শোক প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত নাইজেরিয়া ফুটবল ফেডারেশন থেকে কোন রকম বার্তা সংবাদমাধ্যমে আসেনি।