নাইওরের ফুটেজ চুরি, পিছিয়ে গেলো শুটিং
প্রকাশিত হয়েছে : ১১:২৬:০৫,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০১৫
বিনোদন ডেস্ক :: রাশিদ পলাশ পরিচালিত ‘নাইওর’ ছবির ফুটেজ চুরি হওয়ার কারণে তাদের পূর্ব নির্ধারিত শুটিংয়ের তারিখ পিছিয়ে গিয়েছে। গত ৯ এপ্রিল রাজধানীর মগবাজারস্থ অফিসে এই ঘটনা ঘটে। সেসময় ম্যাকবুক প্রো ১টি, স্যামস্যাং গ্লালাক্সি ট্যাব ২টি, ওয়াকিটকি সেট ৮টি, ডিএসএলআর সেভেনডি ক্যামেরা ১টি, ২টি হার্ডড্রাইভ চুরি হয়। চুরি হওয়া ফুটেজের মধ্যে এক ঘণ্টার মূল ফুটেজ ছিল। তাদের এ চুরি হওয়া জিনিস পত্রের বাজার মূল্য প্রায় পনের লক্ষ টাকা।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে পরিচালক বলেন, ‘আমরা সবাই নেত্রোকোনা যাওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম। এরমধ্যে আমরা দুদিন মগবাজেরর অফিসে যাইনি। তৃতীয় দিন অফিসে গিয়ে দেখি মূল দরজা লাগানো কিন্তু জানালা ভাঙা। এছাড়া সবকিছু তছনছ করে ফেলে রাখা হয়েছে। এরপর অফিসের মধ্যে যে সিসি ক্যামেরা ছিল তার কার্ড এবং রিসিভার খুলে নিয়ে গেছে। এরপরই আমরা রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করি।বেশ কিছু লোককে জিজ্ঞসাবাদ করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।’
পরিচালক রাশিদ পলাশ আরো বলেন, ‘আগামী ১৮ এপ্রিল নেত্রকোনা যাওয়ার তারিখ নির্ধারণ ছিল। বর্তমানে এ ধরনের বড় একটি দুর্ঘটনার কারণে টিমের সবার মনোবল ভেঙে গিয়েছে। তারপরও সবকিছু মিলিয়ে অভিনেতা-অভিনেত্রীসহ যারা অভিনয় করবেন তাদের কাছ থেকে নতুন সিডিউল নেওয়ার কাজ চলছে। ভালো কিছু করতে গেলে বাধা আসবেই। আমরা এ ব্যাপারে হতাশ থাকলেও এখন নতুন করে ভাবছি।এরপরও যত সমস্যাই হোক না কেন আমাদের নাইওর আর আরশি প্রোডাকশন চলবেই।’
ছবিটির কাহিনী লিখেছেন পরিচালক রাশিদ পলাশ। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আদনান আদীব খান। এ ছবিতে আনিসুর রহমান মিলন,শিমলা ছাড়াও সাদিয়া, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, রাশেদ মামুন অপু, হেদায়েত নান্নু, দৃষ্টি, কামাল উদ্দিন, আহমেদ ফারুকসহ আরও অনেকে অভিনয় করবেন। ছবিটিতে মোট পাঁচটি গান থাকছে। সঙ্গীত পরিচালনা করেছেন এফ এ সুমন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এফ এ সুমন, কিশোর পলাশ, রাজিবসহ প্রমুখ।