নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১:১২:৪৮,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার সংলগ্ন এ দূর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। নবীগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করেন।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার সংলগ্ন বাজার শেষে বাড়ি ফেরার পরে দেওতৈল গ্রামের তছলিম উদ্দিন (৬০) সিলেটমুখী দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শত শত উৎসুক জনতা ঢাকা-সিলেট মহাসড়কে বেড়িকেট দিয়ে যান চলাচল বন্ধ রেখেছে।