নতুন সেনাপ্রধান লে. জে. আবু বেলাল মোহাম্মদ শফিউল হক
প্রকাশিত হয়েছে : ১১:২৫:২৮,অপরাহ্ন ১০ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হককে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহীনুল ইসলাম বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার চাকরির মেয়াদ শেষে নতুন সেনা প্রধান হিসেবে আবু বেলাল মুহাম্মদ শফিউল হক দায়িত্ব নেবেন। খবর ইউএনবি’র
ইকবাল করিম ভূঁইয়া ২০১২ সালে ৭ জুন সেনা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। আগামী ২৫ জুন তার চাকরির মেয়াদ শেষ হবে।
আবু বেলাল ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় ২০১৩ সাল থেকে পিএসও’র দায়িত্বে আছেন তিনি। জেনারেলের মর্যাদা নিয়ে তিনি সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নেবেন বলে জানা গেছে।
এর আগে ৪ জুন সরকার এয়ার ভাইস মার্শাল আবু এসরারকে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়।