নতুন রেকর্ড সৃষ্টি করেছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’
প্রকাশিত হয়েছে : ১২:৩২:০২,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক::
টানা এক হাজার সপ্তাহ অর্থাৎ সাত হাজার দিন ধরে চলে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে বলিউডের রোমান্টিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ১৯৯৫ সাল থেকে এই ছবিটি একটানা দেখানো হচ্ছে মুম্বাইয়ের একটি সিনেমা হলে।
ছবিতে কাজলের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। যেখানে দেখা যায়, ইউরোপে ছুটি কাটাতে যাওয়া এক ভারতীয় তরুণী কাজলের প্রেমে পড়েন শাহরুখ।
কাজলের বিয়ে ঠিক করা ছিল আগে থেকেই। শাহরুখ তার প্রেমিকা কাজলের বাবা-মাকে রাজি করানোর চেষ্টা করেন সেই বিয়ে ভেঙে দিতে। কিন্তু ঘটে নানা ঘটনা।
সমালোচকদের মতে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ হিন্দি রোমান্টিক ছবিতে এক নতুন যুগের সূচনা করেছিল। ছবিটির এই সাফল্য উদযাপনের জন্য শাহরুখ ভক্তরা তার বাড়ির সামনে থেকে এক পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে।