নতুন বেতন স্কেল: সরকারকে বেসরকারি শিক্ষকদের আল্টিমেটাম
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৪৩,অপরাহ্ন ২১ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: চলতি বছরের জুলাই থেকে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত না করলে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলে হুমকি দিয়েছেন বেসরকারি শিক্ষকরা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার বাংলাদেশ শিক্ষক সমিতির এক মানববন্ধনে এ হুমকি দেন শিক্ষক নেতারা।
মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী বলেন, ১ জুলাই থেকেই বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
তিনি বলেন, সরকারি বিধি অনুযাযী সব শিক্ষাপ্রতিষ্ঠানকে দ্র“ত এমপিওভুক্ত করতে হবে। এছাড়া শিক্ষাব্যব¯’া জাতীয়করণ, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত প্রাথমিক শাখার শিক্ষক-কর্মচারীদের দ্র“ত এমপিওভুক্তির ব্যব¯’া গ্রহণ ও শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত করার দাবি জানান তিনি।
মানববন্ধনে শিক্ষক নেতা মোজাম্মেল হক বলেন, সরকার আমাদের দাবি না মানলে দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে না। তালা দিয়ে সব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বিলকিস জামান, সহ-সভাপতি অধ্যক্ষ সমরেন্দ্রনাথ রায় সমর, আবদুল খালেক, আবদুল মজিদ, সুনীল চন্দ্র পাল, হাসিনা পারভীন প্রমুখ।