নতুন প্রেমে নেইমার
প্রকাশিত হয়েছে : ৫:৩৮:২০,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক:: নতুন বছরের শুরুতে নতুন প্রেমে মজেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। আর স্প্যাসিস গণমাধ্যমে ফলাও করে প্রচার করছে নেইমারে নতুন প্রেমিকার কথা। নেইমারের চেয়ে ৪ বছর বেশী বয়স্ক এলিজাবেথ মার্টিনেজের সাথে নাকি চুটিয়ে প্রেম করছেন তিনি। মার্টিনেজ পেশায় একজন আইনজীবী ।
তবে বিয়য়টিকে কোন গুজব নয় তার প্রমাণ স্বয়ং নেইমারের টুইট বার্তা। সেখানে ২৬ বছর বয়স্ক মার্টিনেজের দুটি ছবি পোস্ট করেছেন নেইমার।
ছবিতে দেখা যাচ্ছে মার্টিনেজ বার্সার জার্সি গায়ে সেলফির পোজ দিচ্ছেন। কথায় আছে আইনজীবীদের সাথে নাকি বুঝে শুনে মিশতে হয়। কিন্তু প্রেম বলে কথা, বয়স-পেশায় কি আসে যায়!