নতুন পরিচয়ে সাকিব
প্রকাশিত হয়েছে : ৩:০৪:৪২,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ব্যবসার সাথে সম্পৃক্ত হয়েছেন আগেই। যমুনা ফিউচার পার্কে স্ত্রী শিশিরের কসমেটিক ব্যবসায়ে মাঝে মাঝে খোজ-খবরও করতে হয়। এবার নতুন বছরে নতুন এক পরিচয়ে নিজেকে উপস্থাপন করলেন বিশ্বসেরা অলরাউন্ড ক্রিকেটার সাকিব আল হাসান। এবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রকাশ করলেন তিনি। শুক্রবার সোনারগাঁও হোটেলের এক জমকালো অনুষ্ঠানে সাকিব তার নতুন ব্যবসার কথা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন। ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড নামে তার এই প্রতিষ্ঠানটি শুক্রবারই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো।
এক লিখিত বক্তব্যে সাকিব জানান, ‘আমি খেলার মাঠে এবং মাঠের বাইরে সব সময়ই নতুন কিছু করতে চেয়েছি। এরই ধারাবাহিকতায় আজ (শুক্রবার) নতুন বছরের শুরুতে আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজম্যান্ট লিমিটেড।’
ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে সাকিব আরো বলেন, ‘একঝাক অভিজ্ঞ এবং তরুণ মেধাবী কর্মীর সমন্বয়ে আমাদের এই প্রতিষ্ঠানটি ২০১৫ সালের শুরুতে যাত্রা শুরু করলো। যেখানে আমিসহ আপনারা সকলেই গর্বিত অভিযাত্রী। ইভেন্ট ম্যানেজমেন্ট জগতে আন্তর্জাতিক মান ও সেবা নিশ্চিত করা এবং দেশবাসীকে নতুন কিছু উপহার প্রদানে আমাদের এই প্রতিষ্ঠানটি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।’