নতুন জার্সিতে ভারত-পাকিস্তান
প্রকাশিত হয়েছে : ১১:৫৭:১৯,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
এক দিনের ব্যবধানে এশিয়ান ক্রিকেটের দুই পাওয়ার হাউস ভারত ও পাকিস্তান তাদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে।
১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বি এই দুই পরাশক্তির ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচ দেখার জন্য দর্শকরা এখন থেকেই সময় গুনছেন। শুধু তাই নয় এই দুই দলের ম্যাচের টিকিট বিক্রি হয়েছে মাত্র ১২ মিনিটে।
বুধবার করাচিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ২০১৫ বিশ্বকাপ জার্সি উন্মোচন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ হাফিজ-মিসবাহ উল হকদের নতুন এই জার্সিতে হালকা সবুজের উপর আনুভূমিক রেখা আছে। পিসিবির লোগো আছে সামনের দিকে বাম প্রান্তের ওপরের দিকে।
অন্যদিকে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে নতুন বিশ্বকাপ জার্সির উন্মোচন করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অবশ্য এই জার্সি পরেই অস্ট্রেলিয়ায় ত্রিদেশিয় সিরিজে মাঠে নামবে ধোনি বাহিনী।