নতুন করে আরও ৩ টি বিভাগ হচ্ছে
প্রকাশিত হয়েছে : ১:৫৬:৫১,অপরাহ্ন ০৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের গতিধারা আরও ত্বরান্বিত করতে বৃহত্তর ফরিদপুর, কুমিল্লা ও ময়মনসিংহ পৃথক ৩টি বিভাগ করা হবে। নতুন এই ৩ বিভাগ চালু হলে দেশের মানুষ আর রাজধানীমুখী হবে না।
আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
ফেনীকে চট্টগ্রাম নাকি কুমিল্লা বিভাগে নেওয়া হবে এ প্রসঙ্গে তিনি বলেন, এখানে এমন একজন জঙ্গী নেত্রীর (খালেদা জিয়া) উত্থান ঘটেছে তাতে ফেনীকে কেউ-ই নিতে চান না। ফেনীবাসীর তো কোন দোষ নেই। তবে জনসংখ্যার ভিত্তিতে আমার মনে হয় ফেনীকে কুমিল্লা বিভাগেই রাখা উচিত। তবে এ বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সবকিছু বিবেচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।