নগ্ন দৌড়ালেন অভিনেত্রী কেট ওয়ালশ
প্রকাশিত হয়েছে : ৭:৪৭:৩১,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক: ব্যাড জাজ সিনেমার জন্য ক্যালিফোর্নিয়ায় শুটিং করছেন যুক্তরাষ্ট্রের সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী কেট ওয়ালশ। ছবির একটি দৃশ্যর চিত্রগ্রহণের সময় ‘ন্যুড স্যুট’ পরে মালিবু বিচে দৌড়ালেন তিনি।
বিকিনি ছেড়ে তিনি ওই ন্যুড স্যুট পরে নেন। আর এতে তাকে সম্পূর্ণ নগ্ন মনে হয়। ওই দৃশ্যের শুটিংয়ের ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। এক দিনে লক্ষাধিক দর্শক ভিডিওটি দেখেছেন।
এই সিনেমার জন্য কেট তার শরীরের গঠনকে আকর্ষণীয় করে তুলেছেন, যা ওই ভিডিও থেকেই স্পষ্ট। সিনেমায় কেট এক বিচারকের ভূমিকায় অভিনয় করছেন। তবে বিচার নয়, সিনেমায় তার উদ্দাম বেপরোয়া জীবনের কাহিনিই রয়েছে।