নগ্নতা ঢাকবার দাম দেড় কোটি
প্রকাশিত হয়েছে : ৬:৪১:২৬,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: যে ট্রানজিস্টর পিকে সিনেমায় আমির খানের নগ্নতা ঢেকেছিল, তার চাহিদা এখন আকাশছোঁয়া। অনলাইন মার্কেটে পিকে-র ট্রানজিস্টরের দাম উঠল দেড় কোটি টাকা।
শ্যুটিংয়ের জন্য আমিরের নগ্নতা ঢাকার সেই ট্রানজিস্টর কেনা হয়েছিল মুম্বালয়ের চোরবাজার থেকে মাত্র ২২৭ টাকায়।
পিকে সিনেমার মুখপাত্র এই খবরের সত্যতা স্বীকার করে বলেছেন, হ্যাঁ এটা ঠিক যে ওই ট্রানজিস্টরের জন্য অনেক টাকা অফার করা হয়েছে। যদি আমির খান চান না ওই ট্রানজিস্টরকে এভাবে বিক্রি করতে। যদিও ছবির মার্কেটিং টিম প্রায় ঠিক করেই নিয়েছে অনলাইনেই বিক্রি করা হবে ওটিকে।
আমির বলছেন, ওই ট্রানজিস্টরটি ছবির অতি গুরুত্বপূর্ণ একটা অংশ তাই ওটাকে কোনও ভাবেই বিক্রি করা উচিত নয়। ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা আনুশকা শর্মা পরিচালক রাজু হিরানি ও আমিরের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেন সেই ট্রানজিস্টরটি যেন তাকে দেওয়া হয়। স্মারক হিসাবে আনুশকা সেই ট্রানজিস্টরটি রেখে দিতে চান।
আগামী ১৯ ডিসম্বর মুক্তি পাবে ছবিটি। প্রধানমন্ত্রীকে নিজের নতুন ছবি ‘পিকে’ দেখাতে চান আমির খান। নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে নিজের আসন্ন ছবির প্রমোশনে এসে মনের ইচ্ছা জানালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।
১৯ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আমিরের নতুন ছবি।