নগরীর বন্দরবাজারে অগ্নিকান্ড : ১০টি দোকান ভস্মিভূত
প্রকাশিত হয়েছে : ৫:৫৩:২৪,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্মময়ী বাজারে সোমবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত ২টা ২০ মিনিটের দিকে আকস্মিক সেখানকার কাচা
বাজারে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তারা প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমে যোগাযোগ করলে জানা যায়, ব্রহ্মময়ী বাজারে অগ্নিকান্ডের ১০টি দোকান ও প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার রাত ২টা ২০ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে সিলেট ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।