নগরীর ধোপাদিঘীর পাড়ের সিসার বার থেকে ২৭ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ৬:১২:১৮,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে সিসার বারে অভিযান চালিয়ে ২৭ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টায় কোতেয়ালি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ৩৩ টি মোবাইল ফোন সেট ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে বিশেষ এ অভিযানে অভিজাত রেষ্টুরেন্ট অলিভ ট্রি কর্তৃপক্ষের কাউকে আটক করেনি পুলিশ। অলিভ ট্রি রেস্টুরেন্টটির বিরুদ্ধে এলাকাবাসীর নানা অভিযোগ রয়েছে।
জানা যায়, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফয়েজ উদ্দিন পলাশের মালিকাধীন রেষ্টুরেন্ট হলো অলিভ ট্রি । দীর্ঘদিন থেকে অলিভ ট্রি’তে বিভিন্ন ধরনের সিসাসহ নানা প্রকার মাদকদ্রব্য সেবন করে আসছে উঠতি বয়সের তরুণ-তরুণীরা। এলকাবাসী অভিযোগ, এই রেষ্টুরেন্টে কারণে বিপদগ্রস্থ হচ্ছে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ পড়ুয়া ছেলে মেয়েরাসহ ব্যবসায়িরা। তারি প্রেক্ষিতে পুলিশের এ অভিযান পরিচালিত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
আটককৃতরা হচ্ছে- জালালাবাদ আবাসিক এলাকার ৩৫/২ বাসার মাসুকুল হক চৌধুরীর ছেলে তালহা হায়দার চৌধুরী (২৭), উপশহরের এ ব্লকের ৩ নং রোডের আফতাব চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী (২৭), চৌকিদেখী রংধনু ১১ আ.হামিদের ছেলে মাসুম আহমদ (২৭),ভার্থখলা স্বার্ণালী ২০ এর মনির উদ্দিনের ছেলে আবির (২৭), সুবিদবাজার নির্ঝর ২৬ এর সোনা মিয়ার ছেলে ফারুক আহমদ (৩৭), উপশহর জি বøকের ৯১ নং বাসার মৃত সামছুন নূরের ছেলে সাহাজ উদ্দিন টিপু (৩৮), মিরাপাড়া এলাকার ১৬৪ নং বাসার আ.মুকিতের ছেলে মমিন চৌধুরী (২১), শামীমাবাদ এলাকার ৭ নং বাসার আ.হাইয়ের ছেলে কুহিনূর আহমদ, উপশহরের এফ ব্লকের ৬৭ নং বাসার জমির মিয়ার ছেলে জাফর (২১), সুবিদবাজার ৮২/১ এর আ. মান্নানের ছেলে রাসেল আহমদ (২৬), দক্ষিণ সুরমার মত সোনা মিয়ার ছেলে ইব্রাহিম খলিল মামুন (২৬), ১২৩ মধুশহীদের কামরুজ্জামানের ছেলে মুন্না (২৬), আম্বরখানা দিগন্ত ৩০ রফিক আহমদের ছেলে আবু মুসা ইমরান আ.সানি (৩৪),ঢাকা মগবাজারের সমছু মিয়ার ছেলে জিএম ফারুক (৩৮), পুরান মেডিকেলের দিলীপ রায়ের ছেলে দিবাকর রায় শাওন (২৪), ৬নং তালতলা হাজি আব্দুর রউফের ছেলে শাকিল আহম (২০), ১২৮ মিরাপাড়া সামছুল ইসলামের ছেলে তানজিল (১৯), ২৭ নং ওয়ার্ড গংগানগর এলাকার আ.মান্নানের ছেলে মুস্তাক (৩১),কুমিঘাট এলাকার মৃত আখল মিয়ার ছেলে ওয়ারিছ (৫০), চালিবন্দরের ফয়েজ আলীর ছেলে নজরুল ইসলাম (২০), দিগন্ত ৩০ আম্বরখানার মৃত ময়রা মিয়ার ছেল কিবরিয়া মিনহাজুল হক (৪০), ১১৩ লোহারপাড়া এলাকার আব্দুল আহমদ চৌধুরীর ছেলে তৌহিদ আশফাক (২৮), ১২০/ সি কাজী জালাল উদ্দিন এলাকার আ.আহাদের ছেলে আবু রায়হান (২৭), চালিবন্দরের হেলার আহমদের ছেলে সাফেক আহমদ (২১), চালিবন্দরের আকিকুল ইসলামের ছেলে তোফাজুল হোসেন (২৫), একই এলাকার নুরুল ইসলামের ছেলে ফখরুল ইসলাম রুবেল (২২)। রাতে এ রিপোট লেখা পর্যন্ত আটককৃতদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য থানায় যান ক্রীড়া সংঘঠক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদসহ অভিভাবকরা।
এসময় ছাত্রলীগ নেতা ফয়েজ উদ্দিন পলাশের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সাংবাদিকদের উদ্দেশ্যে সেলিম বলেন, পুলিশ ভূল করে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দেয়া হবে। কোতেয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৭জন যুবককে আটক, ৩৩টি মোবাইলফোন সহ ২টি মোটরসাইকেল (সিলেট ল ১১-৫৬৩৯), ঢাকা ল-১৭ ৯৮৮৭) জব্দ করা হয়।