নগরীর থেকে শিশু সন্তানসহ মা নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ৬:০৩:১০,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট নগরীর হাওলাদার পাড়ায় ১৮ মাসের শিশুসহ এক নারী নিখোঁজ হয়েছেন। তার নাম স্বপ্না রাণী (২১) ও তার ছেলে শুভ। এ ঘটনায় জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডায়েরির বিবরণে জানা যায়, হাওলাদার পাড়ার (বাসা নং ২৭/২) বাসিন্দা সতেন্দ্র কুমার চন্দের বাসায় আশ্রিতা হিসেবে থাকতেন স্বপ্না রাণী ও তার ছেলে। প্রায় দেড় বছর আগে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল থেকে অসহায় অবস্থায় স্বপ্না ও তার ছেলেকে আশ্রয় দেন সতেন্দ্র কুমার চন্দের স্ত্রী।
কিন্তু গত ১৬ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান স্বপ্না। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি করেন সতেন্দ্র কুমার চন্দের ছেলে সুদীপ চন্দ।