নগরীর কাষ্টঘর কলোনীতে পরিচ্ছন্নতাকর্মী খুন : ৪ জনকে আসামি করে মামলা (ফলোআপ)
প্রকাশিত হয়েছে : ১২:২৭:৫৪,অপরাহ্ন ১৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতাকর্মী সিকন্দর লাল হত্যার ঘটনায় চারজনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে নিহতের বড় ভাই বাবুল লাল বাদী হয়ে মামলাটি (নং-২১/ ১৭-০৫-১৫) দায়ের করেন।
এজাহার নামীয় আসামিরা হলেন- শাহিন (২৪), ডাবলু (৩৫), মনির (২৫) ও জাহাঙ্গীর (২৪)।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে আজীম পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত শনিবার (১৬ মে) রাত পৌনে ১০টার দিকে নগরীর কাস্টঘর সুইপার কলোনিতে মদ বিক্রি নিয়ে অপর এক পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে মারামারিতে জড়ান সিকন্দর লাল।
এ সময় প্রতিপক্ষ যুবক দা দিয়ে তার বুকে দুটি কোপ দিলে সিকন্দর মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতোলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার দুপুরের ময়না তদন্ত শেষে লাশ তার আত্মীয়র কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।