নগরীর কদমতলী ও ওয়াসা মোড়ে ককটেল বিষ্ফোরণ, আহত ১
প্রকাশিত হয়েছে : ৯:১৯:৪০,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নগরীর কদমতলীর এলাকায় ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে ২০ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতাল চলাকালীন আজ মঙ্গলবার রাত নয়টায় কদমতলীর ফোরস্টার পেট্রোল পাম্পের সম্মুখে এ বিস্ফোরণ ঘটানো হয়।
এতে একজন গুরুতরভাবে আহত হয়েছেন। পরে পুলিশ তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
এদিকে- নগরীর ওয়াসা মোড়ে আজ রাত রাত পৌনে ১১ টার দিকে পৃথক আরেকটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে সরেজমিনে দেখা যায়।
কদমতলীতে ককটেল বিষ্ফোরণের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মো. নাজিম সিটিজি নিউজকে বলেন, বিষ্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতাবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। তিনি বলেন, বিষ্ফোরণে আহতের চোখ ও মুখে ঝলসে গেছে। কর্তব্যরত চিকিৎসক আহতের বয়স ২৫ বছর (অনুমান) বলে জানিয়েছেন। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহতের পরিচয় জানতে চাইলে মো. নাজিম বলেন, বর্তমানে স্বাভাবিক নিয়মে হাটাচলা করতে সক্ষম হলেও চোখে-মুখে আঘাতের কারণে আহত ব্যক্তি এখনো তার নাম পরিচয় জানাতে পারেননি। তবে আশা করছি- তিনি একটু স্বাভাবিক হলেই তার নাম-পরিচয় জানা যাবে।