নগরীতে প্রকাশ্যে ধুমপানের দায়ে ১৭ ব্যক্তিকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ৮:২৩:৫৬,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে ধুমপান ও তামাক গ্রহণের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আজ সকাল থেকে নগরীর মেডিকেল কলেজ ও এর আশপাশের এলাকায় ধুমপান বিরোধী অভিযান চলছে। বেলা দেড়টা পর্যন্ত বিভিন্ন পেশার ১৭ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সিটিজি নিউজ ডটকমকে জানান, পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে সকাল থেকে ১৭ জন ব্যক্তিকে আটকের পর তাদের কাছ থেকে দুই হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। এবং ভবিষ্যতে প্রকাশ্যে ধুমপান না করার জন্য সর্তক করা হয়েছে।
আজ থেকে শুরু হওয়া এ অভিযান পুরো মাস চলবে নগরীর বিভিন্ন স্থানে।
উল্লেখ্য প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ করে আইন পাশ হওয়ার পর কিছুদিন এ অভিযান চললেও পরে তা বন্ধ হয়ে যায়। এই আইনে প্রকাশ্যে ধুমপানকারী যে কোন ব্যক্তিকে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার বিধান রয়েছে।