নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শিশু শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ১১:২৫:২৬,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নগরীর চান্দগাঁও থানা এলাকায় নির্মানাধীন ভবন থেকে পড়ে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চান্দগাঁও খাজা রোডের বাদামতল এলাকায়এ দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম মোঃ সাকিব (১৪)। সে পটিয়া থানার নাজির পাড়ার মোঃ মঞ্জুরুল আলমের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালপুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত দাশ জানান, সাকল সাড়ে ১১ টার দিকে খাজা রোডের বাদামতলএলাকায় একটি নির্মাণাধীন ভবনের তিন তলায় কাজ করার সময় পড়ে গিয়ে শিশু শ্রমিক মোঃ সাকিব গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করেচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন।