নগরীতে তিন শিশু উদ্ধার : আটক ১
প্রকাশিত হয়েছে : ৫:০২:১৯,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: সিলেট নগরীর তালতলা এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১২টার দিকে পাচারকারীর হাত থেকে দুই মাদ্রাসা ছাত্রসহ তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
উদ্ধার করা শিশুরা হচ্ছে- ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ার শান্তিপুর গ্রামের আব্দুল আউয়ারে পুত্র আরাফাত হোসেন (১২), আখাউড়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র ও ফেরদৌস মিয়ার পুত্র আসাদুল ইসলাম (১৩) এবং একই মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্র ও মুক্তার মিয়ার পুত্র জয়নাল আবেদীন (৯)। এ ঘটনায় পাচারকারী সন্দেহে আটক আসাদ জামান আপন (২৫) আখাউড়া বাইপাস সড়কের লিটন মিয়ার পুত্র।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর তালতলার মসজিদের গেইটের সামনে ৩ শিশু ঘোরাঘুরি করছিল। মসজিদের সানি ইমাম শরীফ আহমদের তাদেরকে দেখে সন্দেহ হয়। তখন শিশুরা আপনসহ আরো দুজনকে দেখিয়ে আখাউড়া থেকে এসেছে বলে জানায়। এতে ইমামের সন্দেহ আরও বাড়ে। এ সময় মসজিদের পেশ ইমাম হাবিব আহমদ শিহাব আসেন। তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে কোতয়ালী থানার এসআই বজলু ঘটনাস্থলে গিয়ে আপনকে আটক করে। অবস্থা বেগতিক দেখে অন্য দু’জন এ সময় পালিয়ে যান।
শিশুরা জানান,পরিবারের সদস্যদের সাথে অভিমান করে তারা বাজারে ঘুরছিল। এমন সময় আপন কাজ ও খাবার দেয়ার লোভ দেখিয়ে তাদের ট্রেনে করে সিলেট নিয়ে আসেন।
এ ব্যাপারে কতোয়ালী থানার ওসি মো: সোহেল আহমদ জানান, উদ্ধার করা শিশুদের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ঘটনাটি পাচারের উদ্দেশ্যে না অন্য কোন কারণ হয়েছে-তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।