নগরীতে ওমান প্রবাসীর বাসায় চুরি
প্রকাশিত হয়েছে : ৮:২২:০৭,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৪
স্টাফ রিপোর্টার ::
নগরীর হাওয়ালদারপাড়ায় এক ওমান প্রবাসীর বাসায় দুর্র্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গতকাল রাত ৯টার দিকে হাওয়ালদারপাড়ার গ্রীনসিটি সুরমা আবাসিক এলাকার ৫/৩ নং বাসায় এ ঘটনা ঘটে।
বাসার মালিক ওমান প্রবাসী জহর লাল তালুকদার জানান, তিনি ২ মাস আগে ওমান থেকে দেশে ফিরেছেন। গত রবিবার সকালে তিনি স্ব-পরিবারে ছাতক উপজেলায় এক আত্মীয়ের বাসায় যান। রাত সাড়ে ৯টার দিকে তিনি তার ভাতিজার ফোন পেয়ে বাসায় আসেন। তিনি জানান, বাসার ভেন্টিলেটর ভেঙ্গে চুর ঘরে প্রবেশ করে। এরপর চোরচক্র বাসার একটি আলমারি ভেঙ্গে ১৬ ভরি সোনা ও নগদ ৪৫ হাজার টাকা নিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। বিষয়টি জালালাবাদ থানা পুলিশকে অবগত করা হয়েছে বলে জানান তিনি। এদিকে, চুরির খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।