নওয়াপাড়ায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত দিনমজুরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬:২৮:৩৯,অপরাহ্ন ২৫ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত দিনমজুর মামুন শেখ ছয় দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে পরাজিত হয়েছেন। ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বেলা ১১টায় মামুন মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় খুলনা রেলওয়ে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার দুপুরে নওয়াপাড়া রেলস্টেশনের প্লাট ফরমের উপর বুইকরা গ্রামের আলম শেখের ছেরে মামুন শেখকে (২২) রানা নামে এক সন্ত্রাসী চাঁদার টাকা না পেয়ে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে মামুনের পেটের নাড়ী-ভূড়ি বেরিয়ে যায়। এ সময় মামুনকে রক্ষা করতে এসে উজ্জল নামে আরও এক যুবক আহত হয়। মামুনকে মারাত্মক আহত অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টায় মামুনের মৃত্যু হয়। মৃত্যুর খবর নওয়াপাড়ায় ছড়িয়ে পড়লে বুইকরা গো-হাটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত কাজ সম্পন্ন করে নওয়াপাড়ায় মামুনের লাশ নিয়ে আসা হবে। এই হত্যাকান্ডের ঘটনায় তার পালিত পিতা হান্নান শেখ বাদী হয়ে বুধবার খুলনা রেলওয়ে থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন।
এদিকে শিশু অবস্থায় মামুনকে ফেলে রেখে মামুনের পিতা আলম শেখ দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে যায়। মামুনের মা আল্লাদীর দ্বিতীয় বিয়ে করেন। পিতা-মাতা হারা মামুন খালা বাড়িতে মানুষ হয়। চরম দরিদ্রতার কারণে মামুন দিনমজুর হিসেবে জীবন-জীবিকা নির্বাহ করত। বুইকরা গো-হাটা রেল বস্তির একটি কুঁড়ে ঘরে স্ত্রী ও দু’ ও এক বছরের ২টি শিশুপুত্র নিয়ে বসবাস করে আসছিল।