নওগাঁয় ট্র্যাক্টরের চাপায় সাইকেল আরোহী নিহত : ট্র্যাক্টর আটক
প্রকাশিত হয়েছে : ১০:৫০:৩০,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: নওগাঁর মান্দায় নিবন্ধনধীন এক মেসি ট্র্যাক্টরের সাথে (বাই-সাইকেলের) মুখোমুখী সংর্ঘষে ট্র্যাক্টরের নিচে চাপা পড়ে আব্দুল বারেক পলাশ (১৬) নামে এক ছাত্রের ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার প্রসাদপুর-দেলুয়াবাড়ি সড়কের দয়ালের মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় জনতা ট্র্যাক্টরটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০ টার দিকে মান্দা উপজেলার বড়পই উত্তরপাড়া গ্রামের বুলবুল হোসেনের ছেলে ও কুশুম্বা ডিবি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র পলাশ (বাইক) চালিয়ে ব্যক্তিগত কাজে প্রসাদপুর বাজারের দিকে যাবার সময় উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক প্রসাদপুর বাজারের বিজয়পুর ইটভাটার ট্র্যাক্টর তাকে সজোরে ধাক্কা দেয়। সাইকেল এতে আরোহী ছিঁটকে পাকা সড়কের উপর পড়ে যায়। এসময় ট্র্যাক্টরটি চাপা দিলে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে। তাকে উদ্ধার করে স্থানীয় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগ না দেয়ায় মামলা হয়নি।