ধাতব পোশাকে অভিনব প্রতিবাদ মহিলার
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:২৬,অপরাহ্ন ০১ মার্চ ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: তৃতীয় বিশ্বের দেশগুলিতে নারী নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গিয়েছে৷আফগানিস্তানও এই ঘটনায় পিছিয়ে নেই। দেশ বিদেশে বহু আলোচনা হলেও সেখানে অত্যাচারের মাত্রা কমার কোনও লক্ষণই নেই৷
দেশের অভ্যন্তরে মহিলারা ভয়ে মুখে কুলুপ এঁটে থাকে৷ কিন্তু কতদিন মুখ বুজে চুপচাপ সহ্য করা যায়৷ আর ক’দিনই বা চোখের সামনে মেয়েদেরকে নির্যাতিত হতে দেখা যায়৷তাই এর বিরুদ্ধে নয়া এক প্রতিবাদের ভাষা দেখল এক আফগানবাসী৷
নারী নির্যাতনের প্রতিবাদে ধাতব পোশাক পরে কাবুলের রাস্তায় হাঁটতে দেখা গেল এক আফগান-কন্যাকে। নারীদেহের কাঠামোর আকারে তৈরী পোশাক পরিহিত মেয়েটির প্রতিবাদের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ওয়েবসাইটে৷ এক তুর্কী সাংবাদিক সেই ছবি টুইটারেও পোস্ট করেছেন৷আফগান মহিলাদের নির্যাতনের চিত্র তুলে ধরতেই এই অভিনব পন্থা নিয়েছেন তিনি। স্বভাবতই এই ধরণের ব্যাতিক্রমী প্রতিবাদে আলোড়ন উঠেছে দেশজুড়ে৷ আর প্রতিবাদের ছবিটিও ভাইরাল হয়ে উঠেছে গণমাধ্যমে৷
ভারতবর্ষে যেমন নারীনিগ্রহে পশ্চিমবঙ্গের স্থান প্রথমে৷ ঠিক সেইরকমই বিশ্বে নারী-নিগ্রহের তালিকায় আফগানিস্তানের স্থান প্রথমদিকেই। মেয়েদের অসম্মান, যৌন হয়রানি, জোর করে বিয়ে করা, এছাড়া বাড়িতে মেয়েদের ওপর অত্যাচার এসব ঘটনা খুব বেশি মাত্রায় হয়ে থাকে৷ বিশেষ করে তালিবান অধ্যুষিত এলাকায়৷যেদেশে শিক্ষা বা কোনও প্রাথমিক চাহিদার ব্যাপারে মুখ খুললে মেয়েদের উপর অ্যাসিড হামলা হয়, সেদেশে এই ধরণের প্রতিবাদ অবশ্যই অভিনব ও সাহসী৷রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটসে ‘সাইলেন্স ইজ ভায়োলেন্স’ নামক ৩২ পাতার একটি লেখা জমা পড়েছে, যাতে উল্লেখ রয়েছে, আফগান মেয়েদের উপর হামলা হলে তারা প্রতিবাদ তো দূরে থাক, আক্রমণকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসটুকুও দেখাতে পারেন না৷হয় প্রকাশ্য রাস্তায় নয়তো বাড়িতে অথর্কিতে ঢুকে মহিলাদের উপর হামলা চালানো হয়৷এই নিয়ে আফগান সরকারেরও কোনও হেলদোল নেই বলে ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে৷