ধর্ষণের শিকার হলো যুবক
প্রকাশিত হয়েছে : ১০:৩০:৫২,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: চারিদিকে যখন নারী নির্যাতন, নারী অত্যাচারের ঘটনায় সকলে বিপর্যস্ত তখন বিপন্ন পুরুষের জীবনও৷ দক্ষিণ আফ্রিকায় এক মহিলার অত্যাচারের শিকার হলেন এক যুবক৷
জানা গেছে, ওই যুবককে মাদক খাইয়ে সারারাত ধরে ধর্ষণ করেছে এক মহিলা৷
দক্ষিণ আফ্রিকার লিম্পোপো রাজ্যের বোলোবেডু এলাকায় এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত মহিলাকে বৃহস্পতিবার আদালতে পেশ করা হলে সে জামিন পেয়ে যায়৷ ওই মামলার আগামী শুনানি হবে ৯ ফেব্রুয়ারি৷
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই মহিলা নির্যাতিত যুবককে পানীয়তে মাদক মিশিয়ে খাওয়ায়৷ এরপর যুবক আচ্ছন্ন হয়ে পড়লে মহিলা তাকে ধর্ষণ করে৷
জানা গেছে, গত মঙ্গলবার রাতে মহিলা ওই যুবককে ধর্ষণ করে৷ ঘটনার দিন যুবক যখন মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখন ওই মহিলা কোনো জরুরি কাজের কথা বলে যুবককে বাড়িতে আসতে বলে৷ এরপর যুবক বাড়িতে এলে মহিলা দরজায় তালা লাগিয়ে দেয়৷ পরে তাকে মাদক খাইয়ে অজ্ঞান করে সারারাত তার উপর অত্যাচার চালায়৷
পুলিশ জানিয়েছে, নির্যাতিতের যৌনাঙ্গে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে৷ ঘটনার পরদিন সকালে যুবকের শারীরিক অবস্থা খারাপ হলে মহিলা তাকে বাড়ির বাইরে বের করে দেয়৷ স্থানীয় লোকেরা যুবককে কোনোমতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তার প্রাথমিক চিকিৎসা করে তাকে বাড়ি পাঠিয়ে দেয়।
নির্যাতিত যুবক আপাতত বাড়িতেই রয়েছে, তবে তার অবস্থা গুরুতর৷ যুবকের অভিযোগের ভিত্তিতে মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে পুলিশ৷
তবে তাকে আদালতে পেশ করা হলে মহিলা জামিন পেয়ে যায়৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে৷