ধর্ষণের শিকার মায়ের হত্যার বিচারের দাবিতে মেয়ের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১২:৩৮:০৯,অপরাহ্ন ১৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি গ্রামের গৃহবধু সবিতা চাকমাকে ধর্ষণের পর হত্যার বিচার ও এ ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। নিহত সবিতা চাকমার মেয়ে কমলছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তৃপ্তি চাকমা মানবন্ধনে তার মায়ের হত্যাকারীদের বিচার দাবী করে।
সবিতা চাকমা হত্যার প্রথম বার্ষিকীর দিন রোববার সকাল ১০ টার দিকে শহরের শাপলা চত্বর এলাকায় কমলছড়ি আদর্শ বহুমুখী মহিলা সমিতি ও কমলছড়ি সমাজ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
শর্মিলা চাকমার সঞ্চালনায় কমলছড়ি আদর্শ বহুমুখী মহিলা সমিতি সাধারণ সম্পাদিকা কিরনা চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা,হিল উইমেন্স ফেডারেশন সম্পাদিকা মাদ্রি চাকমা,যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ক্যচিংমং মারমা, একুশে টিভির খাগড়াছড়ি প্রতিনিধি চিংমেপ্রু মারমা এবং খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা।
উল্লেখ্য, জেলা সদর কমলছড়িতে ২০১৪ সালে ১৫ ফেব্রুয়ারি বিকেলে ওই গৃহবধু গরুর জন্য ঘাস কাটতে গেলে দুর্বৃত্তরা চেংগী নদী তীরে ধর্ষণের পর তাকে গলা কেটে হত্যা করে। পরে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানার মামলা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।