ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন
প্রকাশিত হয়েছে : ১২:২৬:১৮,অপরাহ্ন ২২ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
পবিত্র হজ্ব সম্পর্কে, মহানবী (সাঃ) সম্পর্কে ও তবলীগী জামায়াত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় টাংগাইল-৪ আসনের সংসদ সদস্য আঃ লতিফ সিদ্দিকীকে আগামী ২৫ আগষ্টের মধ্যে বিজ্ঞ আদালতে স্ব-শরীরে হাজির হওয়ার জন্যে সমন ইস্যু। সোমবার ওই আদেশ প্রদান করেন- কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৭নং আমলী আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুনতাছির আহম্মেদ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়- গেলো বছর ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে পবিত্র হজ্ব সম্পর্কে, মহানবী (সাঃ) সম্পর্কে, তবলীগী জামায়াত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিশ্বের মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় অনুভুতিতে আঘাত আনার অভিযোগ এনে টাংগাইল জেলার কালিহাতী উপজেলার ঘাটাইল গ্রামের মৃত আঃ আলী সিদ্দিকী’র ছেলে টাংগাইল-৪ আসনের সংসদ সদস্য আঃ লতিফ সিদ্দিকী’র বিরুদ্ধে দন্ডবিধির ২৯৮ধারার বিধান মতে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৭নং আমলী আদালতে ২০১৪ সনের ২১ অক্টোবর বাদী হয়ে মামলা দায়ের করেন কুমিল্লার চান্দিনা উপজেলার সালচর গ্রামের আলহাজ্ব ডাঃ মোঃ আবু তাহের এর ছেলে কুমিল্লা বারের শিক্ষানুবিস অ্যাড. মোঃ মিজানুর রহমান (৩০)। যাহার সি. আর মামলা নং- ৯৯২/১৪ইং ।
বাদী পক্ষের নিযুক্তীয় কৌশলীরা হলেন- কুমিল্লা বারের তরুণ অ্যাড. এস. টি আহমদ ফয়সাল, অ্যাড. মোঃ জিয়াউল হাসান সোহাগ প্রমুখ।